বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে!

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির দুর্লভপুর এলাকাতে মাটির নিচে রয়েছে তাল তাল সোনা। সাম্প্রতিক কেন্দ্র সরকারি সমীক্ষায় মিলেছে তেমনই আভাস। বুধবার সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই তথ্য সামনে আসার পরেই জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।পোস্টে তিনি আরও লেখেন, যে গ্রামে তাঁর শৈশব কেটেছে, যেখানে রয়েছে তাঁর স্মৃতি আর শিকড়, সেই গ্রাম আজ দেশের মানচিত্রে নতুনভাবে উঠে আসছে। ছোট্ট এবং শান্ত দুর্লভপুর প্রমাণ করেছে, গ্রামের মাটির নিচেও লুকিয়ে থাকতে পারে অমূল্য সম্পদ এবং বড় সম্ভাবনা।

এই সাফল্যের পেছনে মা সারদা ও বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদ রয়েছে বলেও বিশ্বাস করেন সৌমিত্র খাঁ। তাঁদের কৃপায় তাঁর জন্মভূমি আজ সম্মানের জায়গায় পৌঁছচ্ছে বলেই তাঁর দাবি। সাংসদের কথায়, দুর্লভপুর শুধু তাঁর গ্রাম নয়, এ তাঁর অহংকার এবং আত্মপরিচয়। তিনি গর্ব অনুভব করেন দুর্লভপুরের সন্তান হয়ে, গঙ্গাজলঘাটি ব্লকের মানুষ হয়ে এবং বাঁকুড়া জেলার সন্তান হয়ে। এখানেও লুকিয়ে থাকে অমূল্য সম্পদ, অপার সম্ভাবনা ও গৌরবের ইতিহাস। আমি গভীরভাবে বিশ্বাস করি, এই সবটাই মা সারদা ও বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদ। তাদের কৃপায় আমার জন্মভূমি আজ সম্মানের আসনে জাতীয় স্তরে স্বীকৃতির পথে।