বাঁকুড়ার শহর লাগোয়া একাধিক সেতু জলের তলায়!

নিজস্ব সংবাদদাতা : একনাগাড়ে বৃষ্টি বাঁকুড়া জেলা জুড়ে! জলের তলায় একে একে ডুবে যাচ্ছে সেতুর পর সেতু। এক রাতের বৃষ্টিতেই দক্ষিণ বাঁকুড়ার শিলাবতী সহ অন্যান্য নদী গুলির জল স্তর বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে খাতড়া-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তার উপর বালীবাঁধ সংলগ্ন শিলাবতী নদীর উপর সেতু জলের তলায়। ফলে তালডাংরা ও খাতড়া ব্লক এলাকার বিস্তীর্ণ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। কিন্তু তারপরেও অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ওই জলমগ্ন সেতু দিয়ে বাইক সহ অন্যান্য যানবাহন নিয়ে পারাপার করতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিগত বাম আমলের প্রায় গোড়ার দিকে শিলাবতী নদীর উপর এই সেতুটি তৈরী হয়। পরে একাধিকবার সংস্কার হয়েছে। প্রতি বছর বৃষ্টিতে এই সেতু জলের তলায় ডুবে যায়। সেকারণেই বর্তমান পরিস্থিতিতে এই সেতু পূনঃনির্মাণ জরুরী বলে তাঁরা জানান। দুদিন ব্যাপী টানা বৃষ্টি অব্যাহত বাঁকুড়ায়। আর সেই বৃষ্টির কারণেই দারকেশ্বর নদ যেন ফুঁসছে। জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডুবে গেছে একাধিক সেতু। পারাপার বন্ধ হয়ে গেছে মীনাপুর সেতু ও ভাদুল সেতুতে। এক নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার নদীগুলি।ইতিমধ্যেই দারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলের তলায় চলে গেছে একাধিক সেতু। বাঁকুড়া শহর লাগোয়া গুরুত্বপূর্ণ দুই সেতু ভাদুল ও মীনাপুর ইতিমধ্যেই চলে গেছে জলের তলায়।