সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতার র‍্যালি করল বেলদা থানার পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেই। নিজের দু’হাতও আয়ত্তের বাইরে। নিয়ন্ত্রণ নেই গতির তুফান তোলা গাড়ি এবং মোটরবাইকেও!শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে জাতীয় সড়কের উপর হাতে সচেতনতার প্ল্যাকার্ড নিয়ে মোটর বাইক সহযোগে সচেতনতার র‍্যালি করে বেলদা থানার ট্রাফিক বিভাগ। এদিনের র‍্যালি বেলদা শ্যামপুরা বাইপাস থেকে শুরু হয়ে বেলদা কাঁথি বাইপাস হয়ে বেলদা থানায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বেলদা থানা ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বেলদার ওসি বলেন দুর্ঘটনা কমানোর জন্য পথ নিরাপত্তাকে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। আমাদের মানুষজনের জীবন বাঁচানোর জন্য সেফ ড্রাইভ সেভ লাইভের উদ্যোগ নেওয়া হয়েছে।