দুই শিশু কন্যার দায়িত্বভার নিতে চলছে বেলজিয়ামের দম্পতি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে সরকারি হোমে থাকা দুই শিশু কন্যার দায়িত্বভার নিতে চলছে বেলজিয়ামের দম্পতি। জানা গিয়েছে মেদনীপুরের সরকারি হোমে, এখন পর্যন্ত ১২ জন এরকমই শিশুর রয়েছে তার মধ্যে আজকে দুই কন্যা শিশু বেলজিয়াম পাড়ি দিচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত এই আদিল মাসুদ, রাহেলা বানু বেলজিয়ামের ব্রাসেলসে বসবাস করে।পেশায় কেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্মী এই দম্পতি।বিয়ের দশ বছর অতিক্রান্ত হয়েও কোনো বাচ্চা না হওয়ায় অবশেষে দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তারা।সেই মতো তারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের। পশ্চিম মেদিনীপুর জেলার বালিকা হোমের সাথে যোগাযোগ করেন।সেই যোগাযোগ মোতাবেক বিদ্যাসাগর হোমের দুই শিশু কন্যাকে দত্তক নিলেন দম্পতি। দুই শিশুর নাম হল অস্মিতা এবং নিকি যাদের বয়স পাঁচ বছরের ভেতরে তাদের দত্তক নেওয়া যাবতীয় কাগজপত্র পূরণ করেন।ইতিমধ্যে সেই সমস্ত কাগজপত্র প্রস্তুত হওয়ার পর এদিন জেলার কালেক্টরেটে পুরানো বিল্ডিং ADM কেম্পা হোন্নাইয়া তিনি জানান এই নিয়ে জেলায় থেকে বিদেশে পাড়ি দিল ৪৫ টি শিশু।হাত ধরে এই দুই শিশু পেল তাদের মা বাবা কে। এই দুই শিশু গত দেড় বছর ধরে বিদ্যাসাগর বালিকা হোমে বড় হচ্ছিলো ।এদিন এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক, কেম্পা হোন্নাইয়া, বেলজিয়ামের দম্পতি এবং বিদ্যাসাগর বালিকা হোম কর্তৃপক্ষ।