আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরের উপরে আরও জোরালো হবে ঘূর্ণাবর্ত!
নিজস্ব সংবাদদাতা : বৃষ্টির কারণে কিছুদিন আগেই মিলেছে প্রচণ্ড গরম থেকে রেহাই ৷ তবে চলতি সপ্তাহের শুরুতে ফের মাথাচাড়া দিচ্ছিল গরম ৷ এমতাবস্থায় স্বস্তির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ নতুন সপ্তাহের তৃতীয় দিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার জোরালো সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস ৷ ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ৷ সেইসঙ্গে রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । ধীরে ধীরে বৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে । রবিবার মেদিনীপুর ,পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷