বাংলা বনধে বিঘ্নিত রেল পরিষেবা,এমন ছবি দেখাগেলো খড়্গপুর স্টেশনে!

নিজস্ব সংবাদদাতা : বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। যা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। বুধবার বনধ সফল করতে সক্রিয় বিজেপি কর্মী সমর্থকেরা। জেলায় জেলায় চলছে পথ অবরোধ, ব্যাহত ট্রেন পরিষেবাও। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। ট্রেনের লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।

এদিকে হুগলি স্টেশনে রেল লাইনের উপর শুয়ে পড়ে চলছে রেল অবরোধ। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। ফলে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহের দক্ষিণ শাখায়। সূত্রের খবর, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ।