'দাদাসাহেব ফালকে' পাচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা :  বিনোদ খন্না, অমিতাভ বচ্চন থেকে আশা পারেখ—দাদাসাহেব ফালকে পুরস্কারের বিজয়ীদের তালিকায় রয়েছে এমন অনেক নাম। এবার সেই তালিকায় জুড়তে চলেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। সোমবার সকালে এই সুখবরটি ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন ৭৪ বর্ষীয় মিঠুন চক্রবর্তী।অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তাঁর পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচকমণ্ডলী দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন করা গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

উল্লেখ্য, এই বছরেই গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল। যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চা হয়েছিল। মিঠুন চক্রবর্তী সিনেমা জগতে পা রাখেন বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের ক্যামেরা সামনে। ১৯৭৬ সালে জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা 'মৃগয়া'য় প্রথম অভিনয়ের স্বাক্ষর রাখেন বাংলার প্রথম 'দাদা'।