পশ্চিম মেদিনীপুর কাবাডি ফেডারেশন আয়োজিত, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে বালিকা বিভাগ চ্যাম্পিয়ন হলো !
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর কাবাডি ফেডারেশন আয়োজিত বিদ্যালয়ভিত্তিক কাবাডি টুর্নামেন্টে শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় বালিকা বিভাগ চ্যাম্পিয়ন হল । মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজিয়েট উচ্চ বালিকা বিদ্যালয়কে ফাইনালে পরাজিত করে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয় ভাদুতলা স্কুল। প্রসঙ্গত, জেলা কাবাডি ফেডারেশনের তরফে গত ১২ এপ্রিল থেকে মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেদিনীপুর শহরের ৪টি বালিকা বিদ্যালয়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের বালিকা দল এবং স্পোর্টস কমপ্লেক্সের একটি বালিকা দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে প্রায় ৭ দিন প্রশিক্ষণ দেওয়ার পর, মূল প্রতিযোগিতার আয়োজন করা হয় ফেডারেশনের তরফে।জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়, পাহাড়িপুর বালিকা বিদ্যাপীঠ, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যাপীঠ, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এবং মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সের বালিকা দল সহ ৬টি টিমকে নিয়ে এই 'শহীদ ক্ষুদিরাম বসু কাপ- ২০২৪' আয়োজিত হয়।প্রত্যন্ত জঙ্গলমহল শালবনীর ভাদুতলা স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করে মল্লিকা সরেন, প্রীতি জানা, উমা দোলই মনীষা দাস, সুস্মিতা সিং, লক্ষ্মী কিস্কু, লক্ষ্মী মাহাতো, প্রিয়াঙ্কা সরেন, সুজাতা মান্ডি এবং মালতি মুর্মু। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় উমা দোলই।