পরিবেশ রক্ষার বার্তা নিয়ে গাছকে দেওয়া হলো ভাইফোঁটা!
নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটা মানেই বোনের স্নেহ ও ভাইয়ের ভালবাসায় ভরা এক উৎসব। এদিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন, পাল্টা ভাই দেন বোনকে সুরক্ষার প্রতিশ্রুতি। কিন্তু যদি শোনেন, কেউ ভাইফোঁটার দিন গাছকে ফোঁটা দিয়েছে, তাহলে নিশ্চয়ই অবাক হবেন? এবার এমনটাই করলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পরিবেশপ্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত লক্ষীপুর পঞ্চায়েতের জগন্নাথপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় এক অভিনব ভাইফোঁটা। উদ্যোগে পরিবেশপ্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস। এক সবুজ রক্ষার অঙ্গীকার। ২৩শে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটার দিন নিজের ভাইকে ফোঁটা দেওয়ার আগে গাছকে ফোঁটা দিলেন। মানুষের মতোই গাছেরও জীবনের মূল্য আছে, এই বার্তা সমাজে ছড়িয়ে দিতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পথ। পরিবেশপ্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস বলেন গাছই প্রকৃত রক্ষাকবচ, গাছকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা।