গাছকে ফোঁটা দিয়ে সচেতনতার বার্তা দিলেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দুই ছাত্রী!

নিজস্ব সংবাদদাতা : গাছের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বোনেদের । শিক্ষার্থীরা জোর দিয়েছিল যে গাছ মানবতার অত্যাবশ্যক বন্ধু, ছায়া, অক্সিজেন এবং বৃষ্টিপাত প্রদান করে। তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মানব জীবনকে রক্ষা করে। যাইহোক, এই গাছগুলি প্রায়শই বিজ্ঞাপনদাতাদের অবহেলার শিকার হয়, যারা ব্যক্তিগত লাভের জন্য তাদের কাণ্ডে পেরেক দিয়ে তাদের ক্ষতি করে। উপরন্তু, উন্নয়নের ছদ্মবেশে বিশ্বব্যাপী বন উজাড় অব্যাহত রয়েছে। আজকের এই বিশেষ দিনের, শুভ লগ্নে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে রাস্তার ধারে গাছগুলিকে ফোঁটা দিয়ে তাদের সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে পরিবেশ সচেতনতার বার্তা দেয় দুই ছাত্রী রুপলেখা বাগলী ও সোনালী নন্দী। পাশাপাশি গাছেদের মঙ্গল কামনায় ও সাধারণকে এই বিষয়ে সচেতন করতে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করে দুই ছাত্রী। দুই ছাত্রী বলেন , গাছ মানুষের বন্ধু হয়ে ছায়া, অক্সিজেন, বৃষ্টি থেকে শুরু কতকিছু দান করে চলেছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানব জাতিকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। অথচ বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হতে হচ্ছে এই গাছগুলিকে। তাদের কথা না ভেবে শুধু নিজেদের কিছু সার্থ সিদ্ধির জন্য় গাছে পেরেক পুঁতে বিজ্ঞাপন দিয়ে চলেছে মানুষজন। এছাড়া বিশ্বজুড়ে উন্নয়নের নামে বৃক্ষছেদন তো চলছেই। তাই মানুষ যাতে এই স্বার্থপর অমানবিক ঘটনা থেকে বিরত থেকে গাছকে রক্ষা করে পরিবেশ তথা মানব জাতিকে রক্ষা করে, সেই বিষয়ে বার্তা দিতেই তাদের এই অভিনব উদ্যোগ বলে জানায় রুপলেখা ও সোনালী। অন্যদিকে দুই ছাত্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। পাশাপাশি দুজনের এই অভিনব উদ্যোগে মুগ্ধ পরিবেশ সচেতন মানুষজন।