"ভাইফোঁটার" আয়োজন বিজেপি মহিলা মোর্চার,ফোঁটা নিলেন বিজেপি প্রার্থী শুভজিৎ!
পশ্চিম মেদিনীপুর,সেখ ওয়ারেশ আলী: রবিবার ভ্রাতৃদ্বিতীয়া। রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয় গন ভাইফোঁটার আয়োজন করে বিজেপি মহিলা মোর্চার নেত্রী। দলের মহিলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে গণ ভাইফোঁটার মধ্য দিয়ে রবিবারের প্রচার সারলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। এদিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বদের কাছ থেকে ফোঁটাও নিলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি এদিন দলীয় কর্মী সমর্থক এবং ঘর ছাড়া কর্মীদেরকে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করালেন বিজেপি কার্যকর্তারা। তাদের মঙ্গল কামনা জন্য আশীর্বাদ করেন বোনেরা । কারী সাথে তাদের প্রার্থী শুভজিৎ রায় উপনির্বাচনে জয়ী হয় তা তেও মঙ্গল কামনা করে। এভাবেই রবিবার ভাইফোঁটা উৎসবে প্রচার সারলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।