ভোগপুর লেবেল ক্রসিং-এ গাড়ী যাতায়াত বন্ধ করে লোহার পুল পুঁতে দেওয়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ!

পূর্ব মেদিনীপুর সুজিত রায় : আজ ২৮ ফেব্রুয়ারী ভোগপুর লেবেল ক্রসিং সংলগ্ন স্থানে বিক্ষোভ ও স্টেশন মাস্টারকে ডেপুটেশন লেবেল ক্রসিং নির্মাণ কমিটির। দক্ষিন-পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ন স্টেশন ভোগপুর। স্টেশনের উত্তরদিকে ১৬ নম্বর জাতীয় সড়কে(মুম্বাই রোড)'র বরদাবাড় বাসস্টপ। দক্ষিণদিকে সোয়াদিঘী খাল বরাবর রাস্তা দিয়ে একদিকে ১১৬ বি জাতীয় সড়কে(মেচেদা-দীঘা)'র রামতারক বাসস্টপ ও অন্যদিকে পাঁশকুড়া স্টেশন বাজারে যাতায়াত করা যায়। এই স্টেশন দিয়ে কোলাঘাট ব্লকের ভোগপুর-দেড়িয়াচক-সাগরবাড়-সিদ্ধা-বৃন্দাবনচক সহ পাঁশকুড়া ব্লকের খন্ডখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার-হাজার মানুষ যাতায়াত করেন। রেল স্টেশনের পাশেই রয়েছে ভোগপুর কেনারাম হাইস্কুল,ভোগপুর গ্রাম পঞ্চায়েত অফিস,ভোগপুর বাজার। প্রত্যহ হাজার হাজার মানুষ এই লেবেল ক্রসিং দিয়ে নানা কাজে উভয় দিকে পারাপার করেন। এহেন গুরুত্বপূর্ন স্টেশনে লেভেল ক্রসিং নির্মাণের দাবী বহুদিনের। স্থানীয় জনসাধারন দলমতনির্বিশেষে 'ভোগপুর রেলওয়ে লেবেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি'র নেতৃত্বে লাগাতর আন্দোলন পরিচালনা করলে রেল দপ্তর গত কয়েক বছর পূর্বে অস্থায়ীভাবে পাকাপোক্তভাবে লেবেল ক্রসিং তৈরী ও প্রহরী নিয়োগ করতে বাধ্য হয়।গত শনিবার রাতের অন্ধকারে ভোগপুর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং-এ লোহার পুল পুঁতে দিয়ে গাড়ি যাতায়াত বন্ধ করেছে রেল দপ্তর। বিকল্প ব্যবস্থা না করে গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়ার পরিপেক্ষিতে প্রচন্ড ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। গতকাল এ বিষয়ে খড়্গপুর ডি আর এম অফিসে বিক্ষোভ-ডেপুটেশন দেয় এস ইউ সি আই(কমিউনিস্ট)। দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, আমরা দক্ষিণ পূর্ব রেলওেয়ের এ ডি আর এম (অপারেশন)মনীষা গোয়েলকে ডেপুটেশনের মাধ্যমে ওই দাবী জানিয়েছে। অন্যদিকে ভোগপুর রেলওয়ে লেবেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি লেবেল ক্রসিং সংলগ্ন স্থানে আজ সকাল সাড়ে ৮ টা থেকে ১১ টা পর্যন্ত বিক্ষোভ সভার আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুখেন্দু শেখর জানা,সহকারী সভাপতি মধুসূদন বেরা,যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ভোগপুর গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান সুকুমার সাউ ও তপন ঘড়া এবং বর্তমান প্রধান হাসনা বানু খাতুন প্রমুখ। ওই কর্মসূচি থেকে স্টেশন মাস্টারকে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচীতে প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ১০ দিনের মধ্যে রেল দপ্তর লোহার খুঁটি তোলার ব্যবস্থা না করলে কমিটি বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে।