অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল সংস্কার ক্লাব ও ওপেন আর্মস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে ভবানীপুর অভিষেক রক্তদান শিবির!
কৌস্তুভ মজুমদার : গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি কিছুটা হলেও মেটাতে এবং 'রক্তদানই জীবনদান' এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার ২১শে জুন দক্ষিণ কলকাতা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস হলে ভবানীপুর অভিষেক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবতার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়ে রক্তদাতারা এই দিনে রক্তদানের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। আজ শিবিরে ৭০ জন রক্তদাতা রক্তদান করেছেন।
শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ভবানীপুর অভিষেকের আয়োজক শ্রী পার্থ সারথি নাথ, ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র কাউন্সিলর অসীম কুমার বসু, বিধায়ক দেবাশীষ কুমার, ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সী, ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী দিলীপ বোস, কার্তিক ব্যানার্জি এবং কুমার সাহা উপস্থিত ছিলেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে বিধায়ক দেবাশীষ কুমার বলেন, আমাদের সমাজে এখনও অনেক মানুষ প্রয়োজনীয় রক্তের অভাবে প্রাণ হারান। সেই সংকট মোকাবেলায় এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য রক্তদাতাদের সার্টিফিকেট এবং একটি চারাগাছ প্রদান করা হয়েছে। শিবিরে অনেকেই প্রথমবারের মতো রক্তদান করেছেন।