গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে রাজধানী এক্সপ্রেস ট্রেন বিকট শব্দে দাড়িয়ে যায়,গ্রানাইট পাথরের উপর সাদা আস্তরণ কীসের?

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার বিকেল ঠিক ৪টা ১১ মিনিটে ডাউন লাইনে ১৭৭ বাই ২৮ পোস্টের ভুবনেশ্বর-নিউ দিল্লি রাজধানী সুপারফাস্ট ট্রেন গড়বেতা পেরোয় সময়৷ কিছুক্ষণের মধ্যেই চালক একটি বিস্ফোরণের শব্দ পান ৷ শিলাই হল্টের কাছে সেই শব্দ শুনে চালক ট্রেন থামিয়ে দেন এবং নিকটবর্তী স্টেশনে রিপোর্ট করেন ৷ সেখানে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রাজধানী সুপারফাস্ট ট্রেন দাঁড়িয়ে ছিল৷ লোকো পাইলট রেলওয়ে কর্তৃপক্ষকে লিখিত রিপোর্ট দেন। রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আদ্রা ডিভিশন ও খড়্গপুর ডিভিশনের রেলওয়ে আধিকারিক ও রেল পুলিশের আধিকারিকরা। প্রাথমিকভাবে রেল পুলিশের তরফে ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হলেও, সোমবার বিকেলে ৪ টা ৩০ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিভাগীয় আধিকারির বলেন,‘আমরা নমুনা সংগ্রহ করেছি। ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরই বোঝা যাবে, বিস্ফোরণ কি না!’ যদিও, গ্রানাইট পাথরের উপর সাদা আস্তরণ পড়ে থাকা ‘নমুনা’ দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পর ফরেন্সিক দল একপ্রকার নিশ্চিত কিছু একটা হয়েছে। ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসার পর বিস্ফোরণের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।