বিবেকানন্দ ...

কলমে - কাশীনাথ সাহা

একটি ছেলে দস্যি ভীষণ কাউকে করে না ভয়রাত-বিরেতে খুঁজে বেড়ায়ভূতেরা কোথায় রয়!সেই ছেলেটা ছেলেবেলাতে ও মানতো না কোন জাতজাতিভেদকে তুড়ি মেরে ধরতো সবার হাত। দস্যিপনা ছেলের মাথায়নানান চিন্তা ঘুরে হুঁকোতে টান দিয়ে দেখে জাত কি গেল মরে! দস্যি কিন্তু বুদ্ধিতে সে এক্কেবারে পাকামানতো শুধু সেটাই যা নিজের চোখে দেখা। সেই ছেলেটি বড় হয়েজানতে চায় আরওরামকৃষ্ণের ছায়ায় এসেছাড়লো নিজের ঘরও।রামকৃষ্ণকে প্রশ্ন করেন কোথায় তোমার কালী? উত্তর পেয়ে মাথায় তুলেন ঠাকুরের পদধূলি। তারপর তিনি ভারত ঘুরেন পরিব্রাজক হয়ে ভারতের মধ্যে ভারত খুঁজেনঅবাক বিস্ময়ে!দেখেন তিনি, মুচি মেথর চন্ডাল যারা আছেঅস্পৃশ্য ঘৃণিত তারাঅন্য সবার কাছে। সবাইকে তিনি বুকে টেনে করেন আলিঙ্গন বলেন তিনি উচ্চকণ্ঠে সবারই এক আসন।ভারতের আধ্যাত্মবাদ করেছেন প্রচারশিকাগো ধর্মসভায় একাকীই সোচ্চার। বিশ্ববাসীর মন জয় করে একাগ্রতায় স্থির ভেঙে ফেলেছেন কুসংস্কারের অন্ধ প্রাচীর। দুর্জয় তিনি নির্ভীক তিনি দুর্নিবার তাঁর প্রবল আলোকছটায়স্তব্ধ অনাচার। গৈরিকধারী বিশ্ব পথিক বিশ্ব করেছে জয়ধর্মে তিনি অবিচল ধর্মান্ধ তিনি নয়মহামানব বিবেকানন্দের মহামিলনের বাণী আকাশে বাতাসে উচ্চকিত জীবনের সন্ধানী।