বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির শুভ খুঁটিপুজো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিশ্বের সকল মানুষ এখন জানেন, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপূজা আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব।আর হাতে গোনা ৫১দিন আর বাকি। রাখি বন্ধনের উৎসবে দিনটিকে বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির কাউন্টডাউন শুরু । খুঁটি পুজো মানে মা দুর্গার আগমনের দিন গোনা শুরু। আরাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিধাননগর সার্বজনীন উৎসব সমিতির দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে। এবছর তাদের পুজো ৪৬তম বর্ষে পদাপন করলো। এদিন পুরোহিতের মন্ত্র দ্বারা খুঁটি পুজো করলেন পুজো উদ্যোক্তারা। এবছর পূজোর বাজেট প্রায় ২২লক্ষ্য টাকা। এবছর পুজোর থিম থাকছে মহীশূর চামুন্ডেশ্বরী মন্দিরের আদল।চামুন্ডেশ্বরী মন্দির হল একটি হিন্দু মন্দির যা ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর প্রাসাদ শহর থেকে প্রায় ১৩ কিমি দূরে চামুন্ডি পাহাড়ে চূড়ায় অবস্থিত। দেবী চামুন্ডির নামানুসারে চামুণ্ডেশ্বরী মন্দিরটি প্রধান পাহাড়ের উপরে অবস্থিত।প্রায় সাড়ে ৩৫০০ ফুট উপরে।প্রতিমা হবে মাটির সাবিকা আনা। বিধান নগর সার্বজনীন দূর্গাউৎসব সমিতি সভাপতি জানান বিগত বছরগুলির মতো এবছর বিধান নগর সার্বজনীন দুর্গোৎসব পুজোর মধ্য দিয়ে সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য বলেই জানিয়েছে। তবে এবার গোটা মেদিনীপুর জেলা জুড়ে নজর থাকবে বিধান নগর সার্বজনীন দুর্গোৎসব পুজো ।খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুশান্ত কুমার মহাপাত্র, কার্যকারী সভাপতি চন্ডী হাজরা, পার্থ প্রতিম চক্রবর্তী, সুশিম মুখার্জি,ওয়ার্ড কাউন্সিলার মৌ রায় সহ এলাকার অধিবাসীবৃন্দ।