রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা!

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের। আগামীকাল ১৪ নভেম্বর, শুক্রবার, ভোট গণনা এবং সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে উঠবে কার দখলে বিহার। ইতিমধ্যে ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।ভোট গণনার সময়, প্রতিটি গণনা হলে ১৪+১ টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। ১৪টি টেবিলে ইভিএমের গণনা হবে, আর একটি টেবিল সহকারী নির্বাচনী অফিসার পরিচালনা করবেন। প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং সহকারী এবং একজন মাইক্রো ওভসারভার থাকবেন। ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে।ভোট গণনা সকাল ৮টায় শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে এবং ৮.৩০ থেকে ইভিএম গণনা শুরু হবে। গণনা শুরু হওয়ার দু ঘন্টার মধ্যেই জানা যাবে লেটেস্ট ট্রেন্ড। স্ট্রং রুমে ইভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CAPF) ভেতরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং জেলা পুলিশ গণনা কেন্দ্রের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। জেলা পর্যায়ে ২৪x৭ ঘণ্টা কন্ট্রোল রুম কাজ করবে এবং প্রয়োজনে যে কোনও তথ্য জেলা কন্ট্রোল রুম বা ডায়াল-১১২-এ দেওয়া যাবে।এই প্রস্তুতির মাধ্যমে নির্বাচন কমিশন নিশ্চিত করতে চাইছে যে ভোট গণনা স্বচ্ছ ও নিরাপদ হবে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা অটুট থাকবে।