বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার!

বীরভূমে বন্ধ হয়নি গরু পাচার। প্রায়ই সেখান থেকে গরু বাইরে পাচার করার অভিযোগ উঠে আসছে। এরই মধ্যে ফের গরু পাচারের অভিযোগ উঠল বীরভূমে। যদিও গরুগুলি পাচারের আগেই উদ্ধার করে পুলিশ। বীরভূমের রামপুরহাট এবং নলহাটি থেকে গরুগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবনী গ্রামের রাস্তায় গরুগুলিকে আটক করে। সেই সময় গরুগুলির বৈধ নথি দেখাতে পারেননি মালিকরা। পরে গরুগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। নলহাটি থেকে প্রায় ২০১টি গরু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, রামপুরহাট এলাকাতেও একইভাবে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল ২০৮ থেকে গরু। সেগুলিরও কোনও বৈধ কাজপত্র না থাকার কারণে গরুগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। সব মিলিয়ে ৪০৯টি গরু উদ্ধার করা হয়েছে। যদিও গুরুর মালিকদের দাবি, তারা গরুগুলিকে ব্যবসার জন্য এক হাট থেকে অন্য হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন। সেই সময় তাদের ধরা হয়। তাদের বক্তব্য, গরুর বৈধ কাজপত্র ছিল তাদের কাছে। তা সত্ত্বেও পুলিশ গরুগুলি বাজেয়াপ্ত করেছে।