বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা ১৪৩০
এই আগমনকালে প্রতিবছরের মতো এই বছরেও ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা -১৪৩০’ তার অর্ঘ্যের ডালিকে সাজিয়ে তুলেছে। দর্শন, শিল্প, সাহিত্য, মনস্তত্ত্ব, সংস্কৃতি ও অন্যান্য বিবিধ বিষয়কেন্দ্রিক এক সাহিত্যসম্ভার হিসাবে ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা’-এর শারদ সংখ্যা আত্মপ্রকাশ করেছে । ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা'-এর ভাব ও আদর্শকে বিষয়বৈচিত্রের সমন্বয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শারদ সংখ্যাটির রূপায়ণ হয়েছে। সমস্ত লেখক -লেখিকাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের পাশে থাকবার জন্য।এবার মান বিচার করবেন আপনারা।আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।