বিরাট-শ্রেয়সের জোড়া সেঞ্চুরিতে কিউয়িদের ৩৯৮ টার্গেট দিল!
নিজস্ব প্রতিবেদন : ঐতিহাসিক ওয়াংখেড়েতে মাস্টার ব্লাস্টারের সামনে তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি । ম্যাঞ্চেস্টারে বছর চারেক আগে কিউয়িদের কাছে সেমিফাইনালে হেরেছিল ভারত। আজ মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে বদলা নেওয়ার পালা। তাতে সফল হলে মিলবে বিশ্বকাপের ফাইনালের টিকিট। ভারতের ইনিংস শেষ। বিরাট ও শ্রেয়স আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত।সেমিফাইনালের মঞ্চে হাফসেঞ্চুরি হাতছাড়া করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলছিলেন রোহিত। নবম ওভারে সাউদি তুলে নেন রোহিতের (৪৭) উইকেট। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। এই জুটি ভালোই এগোচ্ছিল। কিন্তু পায়ের পেশিতে টান ধরার ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শুভমন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দেখতে দেখতে ক্রিকেট ঈশ্বরের সামনে ওডিআই কেরিয়ারের ৫০তম শতরান পূর্ণ করে ফেলেন বিরাট কোহলি।
LikeCommentShare