ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-র প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : সদ্য প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ২০২৪ পরীক্ষায় বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ দেশে প্রথম স্থান অধিকার করেছেন। বাবার চাকরিসূত্রে বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছেন ইমন। ষষ্ঠ শ্রেণি থেকে বোর্ডিং স্কুলেই পড়াশোনা তাঁর। প্রথমে হরিয়ানার কুঞ্জপুরা সৈনিক স্কুল এবং বর্তমানে আরআইএমসি-তে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন তিনি। সেখানেই চলে তাঁর এনডিএ-র প্রস্তুতি। ইমন এনডিএ পরীক্ষায় মোট ১৮০০ নম্বরের মধ্যে ১০৮৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন। এই মুহূর্তে তাঁর লক্ষ্য, ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে দেশের সেবা করা। ফাইটার জেটের প্রতি ছোটবেলা থেকেই তাঁর গভীর আকর্ষণ ছিল বলে জানান তার পরিবার ।