খড়্গপুরে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মুকে তাঁর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হলো অলচিকি হরফের স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুকে। খড়গপুর শহরের দক্ষিণ প্রান্তে আই আই টি খড়গপুরের দক্ষিণ গেট সংলগ্ন প্রেমবাজারে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে রবিবার শ্রদ্ধার সঙ্গে পালিত হলো অলচিকি হরফের স্রষ্টা পন্ডিত রঘূনাথ মুর্মুর ১২০ তম জন্ম দিবস। সংগঠনের জেলা সম্পাদক অমিতাভ দাস সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সুচনা করেন৷ পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠকরা। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্থিত ছিলেন মুণ্ডুমারী উষানন্দ বিদ্যানিকেতনের শিক্ষক রনজিৎ বাস্কে ,আই আই টি খড়গপুরে কর্মরত দেবেন্দ্রনাথ মান্ডী। উপস্থিত অতিথিবৃন্দ সহ এবারের মাধ্যমিকে সফল এলাকার বাসিন্দা তপশিলী জাতি ও তপশিলী উপজাতি সম্প্রদায়ের ১৫ জন ছাত্র-ছাত্রীকে সংবর্দ্ধিত করা হয়৷ অনুষ্ঠানে ধামসা,মাদল সহ সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়৷ একক ভাবে মনোজ্ঞ আদিবাসী নৃত্য পরিবেশন করেন তনিমা সরেন৷এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন পালিত হয়।