বিষ্ণুপুর মেলার সাংস্কৃতিক মঞ্চে টলিউড তারকা জিতের উপস্থিতি ঘিরে চরম বিশৃঙ্খলা!

নিজস্ব সংবাদদাতা : বাংলার কুটিরশিল্প, পর্যটন ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্যেশ্যে রীতি মেনে গত ২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা।২৭শে ডিসেম্বর শনিবার বিষ্ণুপুর মেলাতে অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা জিত। তাঁকে দেখতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন।

তা শুরু হয় রাত ৮টায়। আর প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। জানা গিয়েছে, কিন্তু সেই ভিড় এতটাই বেড়ে যায় যে, তা সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ।তা শুরু হয় রাত ৮টায়। আর প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। জানা গিয়েছে, কিন্তু সেই ভিড় এতটাই বেড়ে যায় যে, তা সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ।ভিড়ের মধ্যে বেশ কিছু দর্শক আহত হয়েছেন বলে খবর।

যদুভট্ট মঞ্চের সামনে থাকা শয়ে শয়ে চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা। তাণ্ডব চলে মেলার পার্শ্ববর্তী দোকানগুলিতেও। মুহূর্তের মধ্যে মেলার আনন্দঘন পরিবেশ আতঙ্কে রূপ নেয়।

পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যায়। এই ঘটনায় পুলিশেরতরফে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

অবশ্য ব্যক্তিগত বন্ডে পরে ছেড়ে হয় অভিযুক্তদের। অবশ্য বিশৃঙ্খলা ছড়ালেও, জিৎ-এর অনুষ্ঠান নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে বলেই খবর।