বিষ্ণুপুর থানা এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী দোকানের ভিতরেই যৌন হেনস্থার শিকার !
নিজস্ব সংবাদদাতা : বুধবার বিকালে স্কুল থেকে বাড়িতে ফিরছিল বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তায় এক দোকানদার খাবারের লোভ দেখিয়ে তাকে দোকানে ডেকে আনে। শিশুটি দোকানে ঢুকলে অভিযোগ তার স্কুলের পোশাক খুলে ফেলে দোকানদার। এই ঘটনায় ছাত্রীটি ভয় পেলে তার স্কুল ব্যাগ কেড়ে নেয় দোকানদার। এরপর কোনও ক্রমে স্কুল ব্যাগটি দোকানদারের হাত থেকে ছিনিয়ে ছুটে বাড়ি চলে যায় ছাত্রীটি। পরে বিষয়টি বাড়িতে জানালে নির্যাতিতার মা বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।নির্যাতিতার মা বলেন, “তিনটের সময় বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত বলছিল তোকে আরও চকোলেট দেব। চল। তারপর দোকানের ভিতর জামা প্যান্ট খুলে দেয়। তারপর ভয় পেয়ে গিয়ে ও ছুটে পালিয়ে যায়। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলে মা ও আমার জামা প্যান্ট খুলে দিয়েছে।”