পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই অভিযানে অংশগ্রহণ করে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি আরো জানান নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানের মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপির সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপির সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি। এদিন তিনি গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষীদের সাথে কথা বলেন পথ চলতি মানুষের সাথে। সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপির সদস্য হতে। ঘুরে দেখেন গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারও। সবশেষে গড়বেতা এক নম্বর ব্লকে একটি পথসভা ও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে সকল গড়বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন। সদস্য অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি ইস্যু নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ।