বাংলায় উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সেই ৬টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়। আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে শ্রীমতি অনন্যা রায় চক্রবর্তী।  এদিকে তৃণমূলের তরফ থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে আগামী ১৩ ই নভেম্বর ভোটগ্রহণ। এখনো শাসক দল থেকে অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। সূত্রের খবর তৃণমূল কংগ্রেস রবিবার তাদের প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা। তার আগেই সব রাজনৈতিক দলের মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করল বিজেপি।। মেদিনীপুরের গান্ধীমূর্তি পাদদেশে। শুভজিৎ রায় মেদিনীপুর শহরে বাস টাউন এলাকার বাসিন্দা, বিজেপি পুরনো কর্মী তিন বার নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১১ বিধানসভা নির্বাচন প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন তবে হেরেও গিয়েছিলেন তিনি। এরপরেও দুবার মেদিনীপুর পৌরসভা নির্বাচনে অংশ করে ছিলেন মেদিনীপুর থেকেই। ২০১৭ পৌরসভা নির্বাচন ও ২০২৩ এ পৌরসভা নির্বাচনে লড়াই করেছিল কাউন্সিলার পদে জন্য। কোন বারে জয়লাভ করতে পারেনি শুভজিৎ রায়। আবার দল মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে। তবে এবারও কি রেকর্ড ভাঙবে পরাজয়ের সেটাই এখন বিষয়।

৬টি আসনে BJP বাংলার প্রার্থী তালিকা