'গৈরিক অভিনন্দন' জানিয়ে শহরে লাড্ডু বিতরণ বিজেপির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৭টি পুরসভার মধ্যে ৬টিতেই এগিয়ে বিজেপি। তবে মোদীর চিঠি ও মিষ্টি বিলি হচ্ছে শুধু মেদিনীপুরেই। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল বিধায়ক জুন মালিয়া সাংসদ হওয়ায় মেদিনীপুরে বিধানসভার উপ-নির্বাচন আসন্ন। সেই অঙ্কেই বিজেপির এই কর্মসূচি। জেলার সদর মেদিনীপুর শহরে ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই ‘লিড’ বিজেপির। কিন্তু মেদিনীপুর লোকসভায় এ বার তৃণমূল জিতেছে। সেই আবহেই শহরে বাড়ি বাড়ি মোদী-চিঠি বিলি করেছেন বিজেপি নেতা-কর্মীরা।এক বাক্স লাড্ডুও শুভেচ্ছা জানিয়ে দেওয়া হচ্ছে । মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। লোকসভার ফলের নিরিখে এই ওয়ার্ডে তৃণমূলের থেকে প্রায় সাড়ে ছ’শো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ওয়ার্ডের সাতটি বুথের সবক’টিতে এগিয়ে তারা। স্থানীয় বিজেপি নেত্রী কুহেলি দত্ত বলেন, ‘‘লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়েছি। ওয়ার্ডের মানুষ আমাদের সমর্থন করেছেন। তাই এখন কৃতজ্ঞতা জানাচ্ছি।’’ কুহেলি গত পুরভোটে প্রার্থী হয়ে হেরেছিলেন তৃণমূলের ইন্দ্রজিৎ পানিগ্রাহীর কাছে। পুর-প্রতিনিধি ইন্দ্রজিতের ব্যাখ্যা, ‘‘লোকসভার প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু বিধানসভা বা পুরসভা ভোটে আমরাই এগিয়ে থাকি।’’