কাঁথিতে তৃণমূলের ঝোড়ো ব্যাটিং,শুভেন্দুর ‘গড়ে’ধরাশায়ী বিজেপি!
১০৮টি আসনের এই লড়াইয়ে তৃণমূল পেয়েছে ১০১টি আসন। বিজেপি ৬টি আর নির্দল প্রার্থী জিতেছেন ১টি আসনে।
নিজস্ব সংবাদাতা : প্রায় তিন বছর ধরে কাঁথি সমবায় ব্যাঙ্কে কোনও পরিচালন কমিটি ছিল না। শীর্ষ আদালতের নির্দেশ মতো রবিবার ছিল কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোট। এই ভোটটি হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। বুথ এলাকায় মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী ও জারি ছিল ১৪৪ ধারা। দুপুর ৩টে থেকে শুরু হয় ভোটগণনা। ভোটের ফলাফলে দেখা গেল ১০৮টি আসনের এই লড়াইয়ে তৃণমূল পেয়েছে ১০১টি আসন। বিজেপি ৬টি আর নির্দল প্রার্থী জিতেছেন ১টি আসনে।এক সময় যা পরিচিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর "গড়" হিসেবে। ঠিক সেখানেই ধরাশায়ী হতে হল বিজেপিকে।শোনা যাচ্ছিলো, কাঁথি সমবায় ভোটে জেতার জন্য অধিকারী পরিবারের নেতৃত্বে ঝাঁপিয়েছিল বিজেপি। অন্যদিকে তৃণমূলনেত্রী দায়িত্ত্ব দিয়েছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরিকে। ভোটের ফলাফল প্রকাশের পর জয়জয়কার হল তৃণমূল প্রার্থীদের। বিধায়ক অখিল গিরি বলেন, ‘‘এখন পর্যন্ত আমরা ১০১ আর বিজেপি ও নির্দল মিলিয়ে ৭টি আসন জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যনার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতাই খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে।’’