বঙ্গ বিজেপির প্রতাপ নেতা দিলীপ ঘোষের বিয়ে!
নিজস্ব সংবাদদাতা : বাংলার রাজনৈতিক মহলে একটাই চর্চা বঙ্গ বিজেপির প্রতাপ নেতা দিলীপ ঘোষের বিয়ে। শুক্রবার, ৪ বৈশাখের গোধূলি লগ্নে বিয়ে হলো । দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিলীপের নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের। কিন্তু, বিয়েতে থাকছেন না রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদার। বিয়েতে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভাল মানুষকে তাঁর মা জীবনসঙ্গী হিসাবে পাওয়াতে তিনি অত্যন্ত খুশি, এমনটাই জানালেন প্রীতম। তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি, মা দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে বাকি জীবন কাটাবে।”দিলীপ ঘোষের পরিবারের তরফে আছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে এসেছেন তাঁর মামা, মামি মা ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন। রিঙ্কুর এক ছেলে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। তিনিও মায়ের বিয়ের খবরে খুশি । পাত্রও পছন্দের । রিঙ্কুর কথায় , 'এত ডিজার্ভিং একজন মানুষ...ছেলে খুবইখুশি '। শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায়, শমিক ভট্টাচার্য প্রমুখ।