মেদিনীপুর শহরের বটতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়। মঙ্গলবার নাগাদ কোচবিহার সদর লাগোয়া খাগরাবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর হয়। লাঠি-পাথর দিয়ে আঘাত করা হয় শুভেন্দুর ‘বুলেটপ্রুফ’ গাড়িতে। বিরোধী দলনেতা দাবি করেছেন বুলেটপ্রুফ গাড়ির ছিলেন বলে বেঁচে গিয়েছি না হলে আমাকে মারার চক্রান্ত করেছিল তৃণমূল। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ দেখায় বটতলায় চকে। কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা চালানো হয়েছে। তারি প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা। বুধবার মেদিনীপুর শহরের বটতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কাটআউট জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্বরা।