দার্জিলিংয়ে ফের দেখা মিলল কালো চিতাবাঘের! ডাউহিলে ভাইরাল হল বিরল দৃশ্য...

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পাহাড়ি শহর দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য বারবার মন কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের। এবার সেই সৌন্দর্যের ভাণ্ডারে যুক্ত হল এক বিরল অধ্যায়। কার্শিয়াং বন বিভাগের ডাউহিল এলাকায় ফের দেখা মিলল কালো চিতাবাঘের, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘন অরণ্যের মাঝে সাবলীল গতিতে হেঁটে বেড়াচ্ছে এক বিরল প্রজাতির কালো চিতাবাঘ (Melanistic Leopard)। ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মধ্যেও ব্যাপক আলোড়ন তৈরি করে। কার্শিয়াংয়ের বন দপ্তরের রেঞ্জার সংবর্ত সাধু বলেন, “ভাইরাল ভিডিও-র ছবিটি সত্যি। এখানে কয়েকটি ম্যালানিস্টিক লেপার্ড আছে। হরিণও রয়েছে। সম্ভবত সন্ধ্যার আগে শিকারের খোঁজে কালো চিতাবাঘটি ঘুরে বেড়াচ্ছিল, সাম্প্রতিক সময়ে জঙ্গলে হরিণের সংখ্যা বেড়েছে। সম্ভবত হরিণ শিকারের জন্য চিতাটি ঘোরাঘুরি করছিল।” এর আগে ২০২০ সালে মিরিকের ওকাইতি চা বাগানে। ২০২৩ সালে এপ্রিল মাসে শহরের চিত্রে বাজারে ও নভেম্বর মাসে মিরিকে পূর্ণবয়স্ক কালো চিতাবাঘ পথচারীদের নজরে আসে। বন্যপ্রাণ বিশেষজ্ঞ ডঃ অনিন্দ্য বসুর মতে, “কালো চিতাবাঘ সাধারণত সাধারণ চিতাবাঘের একটি রঙের ভ্যারিয়েশন, যাকে মেলানিজম বলা হয়। কালো চিতাবাঘকে অনেকেই ‘ব্ল্যাক প্যান্থার’ ভেবে ভুল করেন। এদের সংখ্যা অত্যন্ত কম, এবং এদের এমন স্বাভাবিক পরিবেশে দেখতে পাওয়াটা জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত ইতিবাচক।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে, এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও চলছে। দার্জিলিং পাহাড়ের বুকে এমন এক বিরল প্রাণীর উপস্থিতি নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমী ও গবেষকদের জন্য এক আশার আলো। তবে এই ধরনের প্রাণীদের রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।