বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজা সমর্থকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছে!
নিজস্ব প্রতিবেদন : বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা সমর্থ। অভিনয় প্রতিভায় ১৩ থেকে ৮৩- এর মন জয় করে নিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তনুজা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় জুহুর একটি বেসরকারি হাসপাতালে। আশি বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। এক সর্বভাকরতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় আইসিইউ-তে ভর্তি করা হয়েছে কাজল-তনিশার মা তনুজাকে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষনে রেখেছেন। জানা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংরকটজনক কোনও পরিস্থিতি তৈরি হয়নি। বার্ধক্যজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তনুজার হেলথ আপডেটে খানিক স্বস্তিতে পরিবার ও অনুগামীরা।অভিনেত্রী তনুজার পুরো নাম তনুজা সমর্থ। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয়ে দিয়ে তনুজার হাতে খড়ি। ১৯৬০ সালে ‘ছাবিলি’-তে অভিনয় করেন যেটির পরিচালক ছিলেন তাঁর মা শোভনা। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরাল ভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনেরর পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে অভিনয় করেন।