অবসরপ্রাপ্ত শিক্ষক ও জনবিজ্ঞান আন্দোলনের কর্মী প্রয়াত অমলেন্দু শেখর মন্ডল মহাশয়ের স্মরণে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত অমলেন্দু শেখর মহাশয়ের প্রয়াণ দিবসে পরিবারের উদ্যোগে এবং অখিল ভারত যুব মহামন্ডল এর নারায়ণগড় শাখার ব্যবস্থাপনায় নারায়ণগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এই মহৎ শিবিরে উপস্থিত ছিলেন অমলেন্দু বাবুর পুত্র তথা শিক্ষক, জনবিজ্ঞান আন্দোলনের কর্মী সৌমেন মন্ডল এবং পুত্রবধূ শিক্ষিকা সুনন্দা পাল মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের নারায়ণগড় শাখার সম্পাদক জগদীশ দে,পশ্চিম মেদিনীপুর জেলা ভলেন্টিয়ারী ব্লাড ডোনার ফোরামের পক্ষে জগদীশ মাইতি,অসীম ধর, মৃত্যুঞ্জয় সামন্ত, প্রবীর কুমার লায়েক,রানাপ্রতাপ সেন, রক্তদান আন্দোলনের কর্মী অভিজিৎ দাশ গোস্বামী সহ অসংখ্য রক্তদাতা বৃন্দ।এই শিবিরে ১০১ জন রক্তদানের জন্য নাম নথিভূক্ত করেন। রক্তদান করেন ৮১ জন এর মধ্যে ২৬ জন মহিলা রক্তদাতা এবং ৩১ জন প্রথম রক্তদান করেছেন। রক্তদাতাদের একটি করে জামরুল ফলের গাছ দেওয়া হয়। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার।পরিবারের পক্ষ থেকে জনবিজ্ঞান কর্মী ও শিক্ষক সৌমেন মন্ডল রক্ত দাতাদের রক্তদান করার জন্য অভিনন্দন জানান। এবং এই রক্তদান শিবির করতে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল নারায়ণগড় শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।