ক্ষুদে বিজ্ঞানকর্মীর জন্মদিনে,হিরোশিমা দিবসে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা: সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ক্ষুদে বিজ্ঞানকর্মী শুশ্রুত ঘোষালের জন্মদিন কে সামনে রেখে পরিবারের ব্যবস্থাপনায় সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সভা , পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সহযোগিতায় আজ হিরোসিমা দিবসের দিন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারে ইন হাউস রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে ২১ জন রক্তদান করেন।
তার মধ্যে ৯ জন মহিলা ১২ জন পুরুষ রক্তদান করেন। ৬জন প্রথম বার রক্তদান করেন এবং শারীরিক অসুবিধার জন্য ৬ জন রক্তদান করতে পারেন নি।রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির অফিস সম্পাদক চন্দ্রশেখর দাস, কেন্দ্রীয় বিজ্ঞান সভার সম্পাদক অভিজিৎ দাশ গোস্বামী, সভাপতি কাঞ্চন ভৌমিক, মেদিনীপুর গ্ৰামীণ পুর্ব বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া, মেদিনীপুর গ্ৰামীণ পশ্চিম বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তারাপদ গুচ্ছাইত, সংগঠনের আজীবন সদস্য অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী, বিজ্ঞান সভার সদস্য সুস্মিতা বাগ,মৈনাক রায় , অশোক দাস এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী চন্দ্রনাথ চ্যাটার্জী সহ অন্যান্য বিজ্ঞান কর্মীবৃন্দ। বিশেষ উল্লেখযোগ্য বিজ্ঞান সভার সভাপতি কাঞ্চন ভৌমিক রক্তদান করেন এবং এই রক্তদাতাদের মধ্যে এবং এই মুহূর্তে সবচেয়ে যে গ্রুপের রক্তের সংকট সেই A+ গ্ৰুপের সাত জন রক্তদাতা রক্তদান করেন