মেদিনীপুর স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে রক্তদান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : শনিবার স্টুডেন্টস হেলথ হোম মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে, স্টুডেন্টস হেলথ হোম কার্যালয়ে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন হোমের কার্যকরী সভাপতি ডাক্তার সুহাস রঞ্জন মণ্ডল। শিবিরে মোট ২৮ জন রক্তদান করেন। এঁদের মধ্যে ৬ জন মহিলা ও ২২ জন পুরুষ।
শিবিরে রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন হোমের সম্পাদক চন্দন সেনগুপ্ত, পরিচালন কমিটির সদস্য ডাক্তার দেবব্রত চ্যাটার্জী, সঞ্জীব ভট্টাচার্য্য ,দিলীপ সামন্ত, শুভাশীষ খাঁন, ডাঃ প্রণয় মণ্ডল, বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষাবিদ কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর পৌরসভার পৌর প্রতিনিধি ও সি আই সি সদস্য সৌরভ বসু প্রমুখ। শিবিরটি সফল করার জন্য সকল রক্তদাতা সহ শিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক, সমাজ কর্মী এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক এর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন জানান হোমের সম্পাদক চন্দন সেনগুপ্ত।