মেদিনীপুর জেলার সবং থানায় উদ্যোগে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে ৩রা মে শনিবার মেদিনীপুর জেলার সবং থানায় উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করলো। শিবিরে প্রায় ১৬০ জন রক্তদাতা অংশ নেন, এর মধ্যে ৪০ জন মহিলা। পুলিশের অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার—সকলেই রক্তদান করেন। উপস্থিত ছিলেন SDPO দেবাশীষ রায়, সার্কেল ইন্সপেক্টর (CI) বিশ্বজিৎ দাস, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ, ট্রফিক ওসি গোপাল রানা সহ অন্যান্য আধিকারিকরা। বর্তমানে ব্লাড ব্যাংকে গ্রীষ্মকালীন রক্তের সংকট চলছে। সেই সংকট মেটাতে সবং থানায় শিবিরটি করা হয়েছে। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতেই এমন শিবির করা হয়েছে। পুলিশের সাথে সাথে অনেক সাধারণ মানুষও এই শিবিরে অংশগ্রহণ করেছেন।