বন বিভাগ বা পৌরসভার অনুমতি না নিয়ে গাছ কাটার অভিযোগ উঠেছে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বনদপ্তর বা পৌরসভার অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তি বাবলু মাইতিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বনদপ্তরের আধিকারিকরা।ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের নান্নুরচক এলাকায়। জানা গেছে, ঐ এলাকায় পুরসভার মহানালার পাশে থাকা প্রায় ১৫/২০ বছরের পুরানো একাধিক গাছ কোন অনুমতি না নিয়েই কেটে ফেলে বাবলু মাইতি নামের এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে বাধা দেয় ওয়ার্ড কাউন্সিলার মোজাম্মেল হোসেন। ততক্ষনে একাধিক গাছ কাটা হয়ে পাচার হয়ে গেছে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি বাবলু মাইতি গাছ কাটার কথা স্বীকার করলেও তিনি প্রতিবেশীদের চাপে গাছ গুলো কেটেছেন বলে জানান। অন্যদিকে মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, যে প্রশ্নবিদ্ধ ব্যক্তি কোনও অনুমতি ছাড়াই একটি সরকারী মালিকানাধীন গাছ কেটে ফেলেছিল এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।