জেলার স্বাস্থ্য, উন্নয়ন এবং লোক সংস্কৃতি বিষয়ে তিনটি পুস্তিকা প্রকাশ করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন দপ্তর!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জেলার স্বাস্থ্য, উন্নয়ন এবং লোক সংস্কৃতি বিষয়ে তিনটি পুস্তিকা প্রকাশ করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন দপ্তর।জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী উৎসব এবং শিল্প কলা বিষয়ে ৩০ পাতার একটি পুস্তিকা প্রকাশ হয়।
গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বলে জানান জেলা শাসক খুরশিদ আলি কাদরি। জেলার এক নজরে প্রতিবেদনে কৃষি, শিল্প, বিদ্যুৎ সহ একাধিক উন্নয়ন মূলক যেসব কাজ চলছে তার খতিয়ান তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে নাবালিকা বিয়ে রোধ থেকে শুরু করে নাবালিকা প্রসূতি সংখ্যা কমেছে বলে জানান জেলা শাসক। তিনি বলেন, আমরা করবো জয় প্রকল্পের মধ্য দিয়ে জেলায় নাবালিকা বিয়ে রোধে প্রচার চালানো হচ্ছে। ২১ শতাংশ থেকে ১৬ শতাংশে নেমেছে নাবালিকা বিয়ে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর শরঙ্গী বলেন, জেলায় ঘাটাল এবং খড়গপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক এ আধুনিকরন করা হচ্ছে। বেলদাতেও হবে ব্লাড ব্যাঙ্ক।জেলা শাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা মাইতি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী, বরুন মন্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।