বিশ্ব হেরিটেজ দিবসে মেদিনীপুরের রাজবাড়ির বই প্রকাশ অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের কর্ণগড় রানী শিরোমনি গড়ে বিশ্ব ঐতিহ্য দিবসকে মাথায় রেখে শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হলো মনিকাঞ্চন রায় ও নরসিংহ দাসের লেখা 'মেদিনীপুরের রাজবাড়ি। শালবনির অন্তর্গত রাণি শিরোমণির গড়ে পুস্তকটির আবরণ উন্মোচন করলেন গবেষক ও প্রাক্তন জেলা পরিদর্শক ড. মধুপ দে ও শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ।আমরা সবাই রাজা - এই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপক শিক্ষক গৌতম কুমার বোস , শিক্ষারত্ন প্রাপক শিক্ষিকা আলপনা দেবনাথ বোস, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক সুব্রত মহাপাত্র, প্রধান শিক্ষক ড. প্রসূণকুমার পড়িয়া, মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ,গবেষক ও শিক্ষক ভাস্করব্রত পতি , শিক্ষিকা মৌসুমী চৌধুরী, ভারপ্রাপ্ত শিক্ষক অরুণাংশু দে,বিশিষ্ট সমাজসেবী সেক ইমরান, শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু , অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ প্রমুখ। অনুষ্ঠানের শেষে এই গড়ে একটি চারাগাছ রোপন করা হয়। অনুষ্ঠান চর্চা হয় হয় কিভাবে পুনরুদ্ধার করা যাবে ধ্বংসপ্রাপ্ত রানী শিরোমনির এই গড়। কিভাবে প্রযুক্তি ব্যবহার করে ধ্বংসাবশেষের যা মাটির নিচে চাপা পড়েছে তাকে সনাক্ত করা সম্ভব হবে তা নিয়ে আলোচনা হয়।