বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে এক যুবতীর পচাগলা দেহ!

নিজস্ব প্রতিবেদন : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এক সঙ্গে ১২ জন নিরাপত্তাকর্মীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ মিলেছিল। এই ঘটনায় পর ১২ জন অস্থায়ী নিরাপত্তাকর্মীকে কাজ থেকে আপাতত বসিয়ে দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করল বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী সংগঠন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কর্মচারী সমিতি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সকলেই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী। বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভের মাধ্যমেই তাদের নিয়োগ করা হয়। আপাতত বিশ্ববিদ্যালয়ের অনান্য নিরাপত্তা কর্মীদের দিয়ে তাদের সাতজনের অতিরিক্ত কাজ করানো হবে। যারা এই অতিরক্ত কাজ করবেন তাদের ওভারটাইম দেওয়া হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কর্মচারি সমিতি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যদিও মানবিকতার খাতিরে এই নিরাপত্তাকর্মীদের ভুল শুধরে আরো একবার সুযোগ দেওয়ার বিষয়ে উপাচার্যের কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।