বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দুই প্রার্থী দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ বিতর্কিত মন্তব্য!
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর বর্ধমানের বিজেপির লোকসভা ভোটের মনোনীত প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রাতভ্রমণে বেরিয়া বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ,সেই নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরে । বিভিন্ন জায়গাই চলছে প্রতিবাদ মিছিল, পোড়ানো হচ্ছ দিলীপ ঘোষের কুশ পুতুল
শাসক দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করেন জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, প্পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এই সব কিছু বলে দিলীপ ঘোষ হাইলাইটে আসতে চাইছেন, আসলে মেদিনীপুরে শুভেন্দুর তারা খেয়ে দুর্গাপুরে এসেছেন তাই বাজার গরম রাখতে চাইছেন। তবে ভোটের আগে শিল্প শহর দুর্গাপুরের রাজনীতির হাওয়া বেশ গরম। মঙ্গলবার দিলীপকেই পাল্টা ‘বহিরাগত’ বলে বিঁধলেন কীর্তি। তার পরে বাংলাতেই বললেন, ‘‘আমি বাংলা বুঝতে পারি, বলতেও পারি।’’ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, “আমি বোলার দেখি না, বল দেখি।পিচ যেমনই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি।” মঙ্গলবার দুর্গাপুরে তাঁর দাবি, “কীর্তি আজাদ অবসরপ্রাপ্ত ক্রিকেটার। তাঁকে আমি সম্মান করি। তবে ফর্মে নেই।কীর্তি আজাদ আবার অভিযোগ করেন, কেন্দ্র প্রকল্পের প্রাপ্য টাকা আটকে রাখলেও দিলীপ ঘোষ বাংলার জন্য কিছু করেননি। দিলীপ ঘোষকে শূন্য রানেই আউট করে দেবেন, দাবি করেছেন তিনি। এদিকে দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় মন্তব্য করেন যে কীর্তি আজাদ বা দিলীপ ঘোষ, কেউই এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন। সেই হিসেবে দু’জনই বহিরাগত। আমাদের প্রার্থী কিন্তু ভূমিপুত্র।