বাঁকুড়ার ছেলে শহীদ BSF প্রশান্ত মণ্ডল, সামান্য শরীর খারাপে কর্মরত অবস্থায় মারা যান!
নিজস্ব সংবাদদাতা : জানা গেছে সামান্য শরীর খারাপে কর্মরত অবস্থায় মারা যান। প্রশান্ত মন্ডলের শহীদ বেদী আসে বিষ্ণুপুর ভগৎসিং মোড় বাইপাসে। ডাকে ফুলের মানা দিয়ে সাজানো হয়। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন শতাধিক মানুষ-কেউ হাতে ফুলের তোড়া, কেউ আবার 'ভারত মাতায় জয়' ধ্বনিতে প্রতিয়ে তুললেন এলাকায়।
ভারত মাতার বীর সন্তান শহীদ প্রশান্ত মড়ল দেহ বিষ্ণুপুর থেকে বিস্তড়ার অযোধ্যা হয়ে পৌঁছলো ভার নিজের জয়কৃষ্ণপুর অযোধ্যা ভেটিয়াড়া গ্রামে। প্রশান্ত মন্ডলের স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনায় শোকের ছায়া বাঁকুড়ার জেলার জয়কৃষ্ণপুর অযোধ্যা ভেটিয়াড়া এলাকায়।