পাকিস্তানের হাতে আটক বাংলার সেনা জওয়ানের পাঞ্জাবে কর্মরত বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ ফেরা নিয়ে উদ্বেগ দুর্গাপুরের পরিবার!

নিজস্ব সংবাদদাতা : ভারত পাক সীমান্ত এলাকায় হামলা শুরু করছে । পাকিস্তানের সেনার হাতে এখনও বন্দি রয়েছেন বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউ । ভারতও তার যোগ্য জবাব দিচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের হাতে বন্দী বাংলার সেনা জওয়ানের ফেরা নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবারের। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ সংলগ্ন ট্রাঙ্করোডে শ্বশুর বাড়ি আটক সেনা জওয়ান পূর্ণমকুমার সাউয়ের। এই বাড়ির মেয়ে রজনী সাউয়ের সঙ্গে বছর আটেক আগে বিয়ে হয় হুগলির রিষ়ড়ার বাসিন্দা পূর্ণমকুমারের।

বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ

তাঁর একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। প্রসঙ্গত গত ২৩ এপ্রিল ভারত পাক সীমান্তে ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি। এই পরিস্থিতিতে সপ্তাহ দুয়েক আগে জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী তাঁর ছেলেকে নিয়ে পাঠানকোটে গিয়ে বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও র সঙ্গে কথা বলেন। বিএসএফ তাঁকে আশ্বস্ত করে ধৈর্য ধরে অপেক্ষা করার আশ্বাস দিয়েছিল। কিন্তু তার পর প্রায় ১৫ দিন কেটে গেলেও বিএসএফের থেকে আর কোনো খবর আসেনি।