বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের সেবায় জলছত্র কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ১২ই মে সোমবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেস এর উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের সেবায় জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হল। এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র এল.সি.মোড় এ।সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সারাদিন ব্যাপী। তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে যুব কর্মীরা পথ চলতি সাধারণ মানুষ সহ বাস-অটো-টোটো চালকদের হাতে ঠান্ডা জল,কাঁচা ছোলা,বাতাসা , ও শিশুদেরকে গ্লুকোজ ORS তুলে দেন।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আদর্শ ও চিন্তাধারা কে সামনে রেখে এই গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দেওয়ার নিমিত্তে আজকের এই কর্মসূচি। শীত গ্রীষ্ম বর্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তৃণমূল যুব কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে ছিল,আছে ও সর্বদা থাকবে। আজ থেকে এই জলছত্র কর্মসূচি করা হয়েছে আগামী ৭ দিন এই কর্মসূচি চলবে বলে জানান জেলা যুব সভাপতি নির্মল চক্রবর্তী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর সহ সভাপতি আবীর আগরওয়াল (সাহেব), বিধায়ক দীনেন রায়, অনিমা সাহা,সুসময় মুখার্জী,মিতালী ব্যানার্জি,বিশ্বজিৎ মুখার্জি,সেক লিয়াকত,চন্দ্রানী দাস সহ তৃণমূল কংগ্রেস এর বিভিন্ন শাখা সংগঠনের কর্মী।