বুধবার সন্ধ্যা থেকে মেদিনীপুর শহর তৎসংলগ্ন এলাকা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঠান্ডা বাতাস!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গত দুদিন ধরে আকাশ মেঘলা থাকার পর বুধবার সন্ধ্যা থেকে মেদিনীপুর শহর তৎসংলগ্ন এলাকা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঠান্ডা বাতাস। ফলত একলাফে জেলা জুড়ে বাড়তে চলেছে শীতের আমেজ। বুধবার বিকেলের পর থেকে হাল্কা বৃষ্টি শুরু হলেও সন্ধ্যা নাগাদ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতে কিছুটা হলেও বিপর্যস্ত হল জনজীবন। শহরবাসীর আশা এবার হয়তো জাঁকিয়ে পড়তে পারে শীত। তারই অপেক্ষায় জেলাবাসী। শীত না পড়লে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। আর ডিসেম্বর মাস শীত না পড়লে পিকনিকের আমেজ কিভাবে হয়।দিনভর মেঘলা আকাশ। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরেই থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷