ব্যবসায়ীর চোখে লঙ্কার গুড়া ছিটিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই!
নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরে নন্দকুমার থেকে খড়গপুর আদা রসুন কিনতে যাচ্ছিলেন নন্দকুমারের কুমরআড়া গ্রামের ব্যবসায়ী নিবারণ পাল। কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে বাইক দাঁড় করানোর পর বাইক থেকে নামতেই পিছন দিকে বাইকে করে ৩ দুষ্কৃতি এসে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কোলাঘাট হলদিয়া মোড়ের কাছে গাড়ি দাঁড়ানোর পর গাড়ি থেকে নামতেই পিছন দিকে বাইকে করে বেশ কয়েকজন যুবক তাদের চোখে এসে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। পরে পুরো ঘটনার বিবরণ দিয়ে কোলাঘাট থানায় অভিযোগ করেন ব্যবসায়ী। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ।