শনিবার জঙ্গলমহলে মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলে শনিবার মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা নিজে স্কুটি চালিয়ে সঙ্গে কর্মীদেরকে নিয়ে মনিরো গ্রাম পঞ্চায়েত এলাকার প্রবেশ করেন । সেখানে কালী মন্দিরে পূজো দিয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে বুথে বুথে নেমে পড়ে সঙ্গে ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক বিধায়ক দিনেন রায়। মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েত জঙ্গলমহলের একটা অংশ। এই মুহূর্তে জঙ্গলমহলের ওই এলাকাতে বঁধনা পরব শুরু হয়েছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি কে সুন্দরভাবে সাজিয়ে এই পরবে মেতে ওঠে। আর তাদের এই পরম উৎসবে উপস্থিত হয়ে যান মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা ও , দিনেন রায় তাদের হাত থেকেই বাঁধনা পরবের পুজোর উদ্বোধন করা হয়। তারপরে ব্যান্ড বাজনা বাজিয়ে স্থানীয়দের সঙ্গে চলল উদ‍্যাম নৃত্য করতে দেখা গেল।