সেবাব্রত নার্সিং কলেজে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!
পূর্ব মেদিনীপুর জয়দেব বেরা : ২১শে ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এই দিনটির সাথে প্রত্যেক বাঙালির একবুক অনুভূতি জড়িয়ে রয়েছে।এই দিনটিকে ভাষা আন্দোলন দিবস/শহীদ দিবসও বলা হয়ে থাকে।২১-ফেব্রুয়ারি মানেই একবুক আবেগ,এক প্রদীপ আলো,রক্তে রাঙা ঢাকার রাজপথ,বৃহৎ এক ভাষা আন্দোলন,এক আকাশ সংগ্রাম।আমরা কম-বেশি সবাই এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানি।আজ এই বিশেষ দিনটিকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছিল উলুবেড়িয়ার সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে।একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।যেখানে বাংলা সাহিত্য চর্চা, কবিতা,সংগীত,নৃত্য থেকে শুরু করে গুণীজনেদের মূল্যবান বক্তব্য প্রভৃতি অনুষ্ঠিত হয়েছিল।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মাননীয়া জয়ন্তী ঘোষ মহাশয়া,সম্পাদক মাননীয় নাসিরুদ্দিন মল্লিক মহাশয়, সভাপতি মাননীয় ড.শান্তি গের মহাশয় এবং উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের অতিথি অধ্যাপক মাননীয় শ্যামল দত্ত মহাশয় এবং সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক মাননীয় জয়দেব বেরা মহাশয়,এছাড়াও উপস্থিত ছিলেন এই কলেজের অধ্যাপিকা মাননীয়া ঈশিতা ঘোষ এবং সৌমি মন্ডল মহাশয়া সহ অন্যান্য অধ্যাপিকাগণ এবং ছাত্রীরা।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন,উনারা সমস্ত বিশেষ বিশেষ দিবস গুলো এইরকম আনুষ্ঠানিকভাবেই পালন করেন এবং আগামীদিনেও তা পালন করবেন।