পৌন্ড্রক্ষত্রিয় সমাচার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন!
পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খেজুরীর প্রত্যন্ত ভাঙ্গণমারী গ্রাম থেকে ঠিক শতবর্ষ পূর্বে প্রকাশিত হয়েছিল ' পৌন্ড্রক্ষত্রিয় সমাচার ' নামে একটি মাসিক পত্রিকা । পূর্ব মেদিনীপুর জেলার প্রথম রঙিন প্রচ্ছদ সম্বলিত এই পত্রিকাটি ছিল খেজুরী থেকে প্রকাশিত প্রথম পত্রিকাও ! স্বাধীনতা সংগ্রামী, সুসাহিত্যিক, বিশিষ্ট ইতিহাসকার মহেন্দ্রনাথ করণ (১৮৮৬-১৯২৮) ও ক্ষীরোদ চন্দ্র দাসের যৌথ সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকাটি চলেছিল প্রায় সাত বছর ( ১৩৩০-১৩৩৭ বঙ্গাব্দ ) । তৎকালীন অবিভক্ত বাংলার পৌন্ড্রক্ষত্রিয় সম্প্রদায়ের অন্যতম মুখপত্র হিসেবে এই পত্রিকাটি খ্যাতি অর্জন করলেও এই পত্রিকার পাতায় কলম ধরেছিলেন তৎকালীন স্বনামধন্য বহু বাঙালি কবি-সাহিত্যিক ও। বিখ্যাত ইতিহাসকার যোগেশচন্দ্র বসু, মণীন্দ্রনাথ মন্ডল, চূনীলাল মন্ডল, প্রমীলাবালা মন্ডল, রাইচরণ সর্দার, যোগেন্দ্রনাথ পাত্র প্রমুখ লেখকদের লেখা এই পত্রিকাটিতে নিয়মিত প্রকাশিত হতো । মহকুমা শহর কাঁথির আঠিলাগড়ীর কুঞ্জবিহারী রায়ের প্রেস থেকে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়ে তৎকালীন সুধীজনসমাজে বেশ সাড়া ফেলেছিল জানা যায়। প্রধান উদ্যোক্তামহেন্দ্রনাথ করণের মৃত্যুর ( ১৩৩৫ বঙ্গাব্দ ) পরেও আরও দুই বছর এই পত্রিকাটি চলেছিল । খেজুরী থেকে প্রথম প্রকাশিত এই পত্রিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে হিজলী -খেজুরী সাহিত্য সমিতির উদ্যোগে বৈকালিক এক বিশেষ আলোচনা সভা ও সাহিত্যবাসরের আয়োজন করা হয় হেঁড়িয়া শিবপ্রসাদ ইন্সটিটিউশনের আনন্দ ভবন কক্ষে। উপস্থিত সাহিত্যিক অজিত জানা, কবি ভূপাল মাইতি প্রমুখ আলোচনা ও স্মরচিত কবিতা পাঠে অংশগ্ৰহণ করে এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অন্যতম আয়োজক ও সঞ্চালক ছিলেন সুদর্শন সেন। অপর আহ্বায়ক সুমন নারায়ন বাকরা বলেন, খেজুরী থেকে প্রথম সাময়িক পত্রিকা প্রকাশের গৌরবময় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা দু:ষ্প্রাপ্য এই পত্রিকা ও বিস্মৃতপ্রায় সম্পাদকদ্বয় মহেন্দ্রনাথ করণ ও ক্ষীরোদচন্দ্র দাসের কথা সকলের কাছে তুলে ধরতেই আমরা এই প্রয়াস নিয়েছি।