ধর্ষণ নিয়ে কড়া আইন আনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মমতার চিঠির জবাব দিল কেন্দ্র!
নিজস্ব সংবাদদাতা : গত ২২ আগস্ট চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত আইন আরো কড়াকড়ি করা নিয়ে কেন্দ্রকে এই চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত আইন যাতে আরো কঠোর এবং কড়াকড়ি করা হয়, তার অনুরোধ জানান তিনি। সোমবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে লেখা সেই চিঠির জবাব দেওয়া হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে ৪৮ হাজারেরও বেশি ধর্ষণ এবং পকসো মামলা ঝুলে রয়েছে। তারপরও কেন্দ্রের অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে কার্যকর করার জন্য রাজ্য সরকার সক্রিয় পদক্ষেপও করেনি। চিঠিতে দাবি করা হয়েছে, নারী নির্যাতন বন্ধের জন্য কড়া আইন রয়েছে। কিন্তু তা কার্যকর করার দায়িত্ব রাজ্যের। বার বার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য।২৫ অগস্ট লেখা সেই চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৪৮,৬০০টিরও বেশি ধর্ষণ ও পকসো (POCSO) মামলার বিচার ঝুলে রয়েছে। এত সংখ্যক মামলা থাকা সত্ত্বেও, রাজ্য সরকার কেন্দ্রের অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার কোনও পদক্ষেপ নেয়নি। মুখ্যমন্ত্রী ধর্ষণের নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দোষীদের দ্রুত শাস্তি ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করানোর আর্জি জানিয়েছিলেন কেন্দ্রকে। এর জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, এ নিয়ে কেন্দ্রীয় সরকার কঠোর আইন ও একাধিক প্রকল্প চালু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রকল্প ঠিক মতো কার্যকর করা হয়নি। কেন্দ্রের চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার মহিলা (১৮১) এবং শিশু (১০৯৮)-দের সাহায্য করার জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি, এমনকি ‘ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম চালু করেনি।